অন্য ধর্মের স্তরসমুহ
ইহুদি ধর্মে স্তর দুইটিঃ
১. সহুনীয়া এবং
২. মাসুনীয়া
খৃষ্টান ধর্মে স্তর তিনটিঃ
১. ক্যাথলিক
২. প্রোটেস্ট্যান্ট এবং
৩. অর্থোডক্স।
হিন্দু ধর্মের স্তর হল চারটিঃ
১. ব্রাহ্মণ
২. ক্ষত্রিয়
৩. আর্য এবং
৪. শূদ্র।
???? অন্য ধর্মের স্তর এবং ইসলাম ধর্মের স্তরের মধ্যে পার্থক্য
অন্য ধর্মের স্তর এবং ইসলাম ধর্মের স্তরগুলোর পার্থক্য নিম্নরূপঃ
অন্য ধর্মের স্তর অর্জিত হয় বংশগতভাবে। জন্ম উচ্চ স্তরে হলে তার কোন কিছু করা লাগেনা যদিও সে অপকর্মে লিপ্ত হউক। মানুষের মধ্যে শ্রেণীর বিভেদ সৃষ্টি করে এবং পরস্পরের মধ্যে অহংকার, হিংসা, দাম্ভিকতা সৃষ্টি করে।
???? ইসলাম ধর্মের স্তর অর্জন করা লাগে আমাল দিয়ে। যেমন নুহ্ ('আলাইহিস সালাম) এর ছেলে, লুত ('আলাইহিস সালাম) এর স্ত্রী হক্কের উপরে না থাকায় ইসলাম থেকে বেরিয়ে গেছে। আবার বিলাল (রাঃ) দাস থাকার পরেও আমালের মাধ্যমে উনি নিজেকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন। মানুষের ঈমান 'আমালের উন্নতি ঘটায়, পরস্পরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, শ্রেণীবিভাগ নির্মূল হয়, মানুষ সর্বোচ্চ আখলাকের স্তরে উন্নীত হয়।
রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন অমুসলিম শাসকের কাছে চিঠি লিখতেন তার শুরুতে "আছলীম তাছলাম" অর্থাৎ ইসলাম গ্রহন করে নিরাপত্তা লাভ করুন লিখতেন।