আক্বীদা শব্দটির আভিধানিক অর্থ হলঃ বাধা, গিরা, বন্ধন, সম্পর্ক স্থাপন করা বা শক্তভাবে আকড়ে ধরা, অথবা কোন কিছুকে সাব্যস্ত করা বা শক্তিশালী হওয়া।
পারিভাষিক অর্থ : সাধারণভাবে সেই সুদৃঢ় বিশ্বাস ও অকাট্য কর্মধারাকে আক্বীদা বলা হয় যার প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তির মনে সামান্যতম সন্দেহের অবকাশ থাকে না। আর ইসলামী আক্বীদা বলতে বুঝায়- আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর যিনি সৃষ্টিকর্তা সেই মহান প্রভুর প্রতি সুনিশ্চিত বিশ্বাস স্থাপন করা, তাঁর উলূহিয়্যাত, রুবূবিয়্যাত ও গুণবাচক নামসমূহকে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাঁর ফেরেশতামন্ডলী, নবী-রাসূলগণ, তাঁদের উপর নাযিলকৃত কিতাবসমূহ, তাক্বদীরের ভাল-মন্দ এবং বিশুদ্ধ দলীল দ্বারা প্রমাণিত দ্বীনের মৌলিক বিষয়সমূহ ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কিত সংবাদসমূহ ইত্যাদি যে সব বিষয়াদির উপর সালাফে ছালেহীন ঐক্যমত পোষণ করেছেন তার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা।
আল্লাহর নাযিলকৃত যাবতীয় আহকাম-নির্দেশনার প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন এবং রাসূল (ছা:)-এর প্রচারিত শরী‘আতের প্রতি পূর্ণ আনুগত্য ও অনুসরণ নিশ্চিত করা ইসলামী আক্বীদার অন্তর্ভুক্ত
সংক্ষেপে মানুষের দৃঢ় বিশ্বাসকে আক্বীদাহ বলে; যেখানে কোন সন্দেহ থাকে না এবং এর ভিত্তিতেই মানুষের জীবন বিধান চলে। যেহেতু প্রতিটি মানুষ তার গভীরতম বিশ্বাসের সাথে বাঁধা, অর্থাৎ প্রতিটি মানুষ যা কিছু করে সবই তার বিশ্বাসের আলােকে করে, তাই মানুষের দৃঢ়তম বিশ্বাসকেই আক্বীদাহ্ বলে।
যেমনঃ ১ লাখ টাকা দিলে একজন হিন্দু যেমন মক্কায় যেয়ে হাজ্জ্ব করবে না তেমনি একজন প্রকৃত মুসলিম কোন মুর্তির সামনে মাথা নত করবে না।