তাওহীদ অর্থ এককত্ত্ব।
সংজ্ঞা বা পরিভাষায়
তাওহীদ হলাে - ইবাদাতের ক্ষেত্রে আল্লাহকে একক করা বা সকল ইবাদাত কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। আরেকভাবে বলা যায় যে, তাওহীদ হলো একথা বিশ্বাস করা যে, আল্লাহই একমাত্র সত্য মা’বূদ, তাঁর কোন শরীক নেই, তাঁর কোন সমকক্ষ নেই।
আর এটাই রাসূলগণের দ্বীন, যা দিয়ে আল্লাহ্ তা'আলা তাদেরকে প্রেরণ করেছিলেন।
দালীলঃ
আল্লাহ্ বলেনঃ
وَلَـقَدۡ بَعَثۡنَا فِىۡ كُلِّ اُمَّةٍ رَّسُوۡلًا اَنِ اعۡبُدُوا اللّٰهَ وَاجۡتَنِبُوا الطَّاغُوۡتَ
“এবং প্রত্যেক জাতির নিকট আমরা একজন করে রাসুল (দূত) প্রেরণ করেছি এই মর্মে যে, তােমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগূত থেকে দূরে থাক।”- সূরা নাহাল-৩৬