প্রতিটি মুসলিমের উপর অবশ্য কর্তব্য হলাে তার প্রভু সম্পর্কে জ্ঞান লাভ করা এবং এককভাবে তাঁরই ইবাদাত করা।
এমনিভাবে তার দ্বীন বা ধর্ম এবং নাবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কেও জ্ঞান লাভ করা অপরিহার্য, যাতে করে সত্যিকারভাবে সে একজন পূর্ণ ঈমানদারে পরিণত হতে পারে। আর পরিপূর্ণ ঈমানদার কখনই হতে পারবেনা যতক্ষণ পর্যন্ত উপরােক্ত বিষয় গুলাে সম্পর্কে সঠিক জ্ঞানার্জন না করবে। নিম্নে সেই তিনটি মূলনীতির বর্ণনা দেয়া হলাে (যে ব্যাপারে প্রত্যেক মানুষ স্বীয় কবরে জিজ্ঞাসিত হবে।)