Learn more
আমরা কি স্বপ্নদ্রষ্টা? আমরা কি স্বপ্ন দেখি? আমরা কি স্বপ্ন কে বাস্তবে পরিণত করতে চাই?
আমরা যদি স্বপ্ন কে বাস্তবে পরিণত করতে চাই, আমরা যদি সফল হতে চাই তবে প্রথমে আমাদের অনেক বড় স্বপ্নদর্শী হওয়া দরকার। আমাদের কল্পনার কেম্পাসে রং দিয়ে সেই স্বপ্নকে আকাআকি করতে হবে। কারন যদি আমরা স্বপ্ন দেখি তাহলে একদিন তা সফল হবে আর যদি না দেখি তা কোন হবে না। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক, বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি উক্তি-
If you imagine, Some day it will happen. If you don't imagine, It will never happen.অর্থাৎ যদি কল্পনা করো তাহলে কোনদিন এইটা ঘটবে, যদি কল্পনা না করো, তাহলে তা কখনো ঘটবে না।
লেখক পি.এস. স্কট বলেন -
“There's no force in this world greater than the power of a dream.” (অর্থাৎ স্বপ্নের শক্তির চেয়ে বড় আর কোনও শক্তি এই পৃথিবীতে নেই।)
পৃথিবীতে মানুষের যত সৃষ্টি হয়েছে তার প্রত্যেকের পিছনের একটা সপ্ন ছিলো। তাই কিছু করতে হলে প্রথমে আমাদের কল্পনা বা সপ্ন দেখতে হবে আর সঠিক গাইড এবং সঠিক মানসিক সিধান্ত মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলি চুড়ান্ত বাস্তবে পরিণত করতে পারি।
আমরা যদি কিছু সময় আমাদের নিজেদের চোখ দুটো বন্ধ করি।
যদি ভাবি আমাদের ভবিষ্যত স্বপ্নটা দেখতে কেমন হবে?, প্রতিটি দিক থেকেই সেই সপ্ন সম্পর্কে ভাবি।
এখন এই ভাবনাটা কে আর একটু স্পষ্টভাবে, আর একটু বিশদভাবে ভাবি। কল্পনায় যতটা ভাবা যায়।
তারপর আমরা যদি আমাদের লক্ষসমুহের দিকে চিন্তা করি। একে একে লক্ষসমুহকে মনের খাতায় তালিকা করি।
এবার চোখ দুটো খুলি।
এবং বাস্তবে চিন্তা করি, আমাদের লক্ষসমুহ কি কি?
সফল লোকেরা তাদের সাফল্য কল্পনা করে এবং এর সাথে সাথে প্রতিটিদিন সেই দূরবর্তী দৃষ্টি, লক্ষ্য বা উদ্দেশ্যটিকে সামনে রেখে কাজ করআমাদের মনে রাখতে হবে যে, আমরা যা করছি তা যদি প্রতিটি দিন আমাদেরকে লক্ষ্যের দিকে না নিয়ে যায় তবে তা শেষ পর্যায় আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে।
ত এখন, আমরা কি আমাদের লক্ষ্য নির্ধারণ করতে প্রস্তুত? আর আমাদের স্মার্ট(SMART) লক্ষ্য নির্ধারণ করতে হবে। স্মার্ট(SMART)লক্ষ্য বলতে বুঝায়:
S- Specific(নির্দিষ্ট,সহজ, বুদ্ধিমান, তাৎপর্যপূর্ণ).
M- Measurable(পরিমাপযোগ্য, অর্থবহ, অনুপ্রেরণামূলক).
A- Achievable (অর্জনযোগ্য,সম্মত).
R- Relevant (প্রাসঙ্গিক , যুক্তিসঙ্গত, বাস্তববাদী এবং রিসোর্সড, ফলাফল ভিত্তিক).
T- Time bound (সময়সীমাবদ্ধ, সময় ভিত্তিক, সময় / ব্যয় সীমাবদ্ধ, সময়োপযোগী, সময় সংবেদনশীল)).
সুতরাং আমাদের লক্ষ্য যাইহোক কেন সেটা হতে হবে নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং একটা সময়সীমা থাকতে হবে।
একবার আমরা যখন আমাদের লক্ষ্যগুলি স্থির করে ফেলব, এর সাথে সাথে কর্ম পরিকল্পনা অনুসরণ করারও সমান গুরুত্ব দিতে হবে। এই কর্ম পরিকল্পনাটি আমাদের কীভাবে লক্ষ্য অর্জন এর পথে যেতে পারি সেদিকে দৃষ্টি নিবদ্ধ করবে। কর্ম পরিকল্পনাটি এভাবে করতে পারি -
আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যে লক্ষ্যগুলি স্থির করেছি তা অর্জন করতে আমরা সক্ষম। আর লক্ষ্য অর্জনের পথে কেউ বাহবা দিবে আবার বেশির ভাগ মানুষই ছি ছি দিবে, পাগল বলবে তারপরও ছাড়া যাবে না। লেগে থাকতে হবে, এগিয়ে যেতে হবে পৌঁছানো পর্যন্ত। "Disrupt Yourself Or Be Disrupted." বইয়ের লেখক নিকি ভার্ড একটি কথা বলেছেন -
“If no one is cheering or booing you; It means you are not in the game” (অর্থাৎ যদি কেউ আপনাকে উৎসাহিত বা ছি-ছি না করে; এর অর্থ আপনি খেলায় নেই)
লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা এবং প্রচুর পরিশ্রমের সাথে আমরা নিজের স্বপ্নগুলি সত্য করে তুলতে পারব।
.....................